Be a Tainer! Share Your Knowledge.

Home » Teach News » [এখন থেকে কম্পিউটারে নাম বিহিন ফোল্ডার তৈরি করুন না দেখলে মিছ করবেন]

[এখন থেকে কম্পিউটারে নাম বিহিন ফোল্ডার তৈরি করুন না দেখলে মিছ করবেন]

প্রথমে আমার সালাম নিবেন আসলামুআলাইকুম! জাতি ভেদে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালো বাসা রইল॥ আর বেশি কিছু না বলে মূল টপিকে আসা যাক~
কম্পিউটারে নাম বিহীন ফোল্ডার তৈরির করার পদ্ধতি:
� এই trick টি দ্বারা চেষ্টা করার পূর্বে নাম বিহীন একটি folder তৈরি করুন। হচ্ছে না ,তাইতো?
এই trick টি দিয়ে Nameless Folder তৈরি করুন খুব সহজেই।

i. একটি New folder তৈরি করুন(desktop অথবা কম্পিউটারের যেখানে আপনি চান)
ii. Newly বা সম্প্রতি তৈরিকৃত নতুন ফোল্ডারটিতে Right click করে Rename সিলেক্ট করুন।
ii. "New Folder" নামটি Erase বা মুছে ফেলুন।
iii. এখন Keyboard থেকে Alt Key (i.e alter-- key) টি Pressing বা চেপে ধরে 255 টাইপ করুন। যদি আপনি laptop ব্যবহার করে থাকেন তখন কি-বোর্ড থেকে Num Lock টি enable বা সক্রিয় করে দিন এবং 255 টাইপ করার সময় highlighted number key গুলো থেকে টাইপ করুন। লেপটপের ক্ষেত্রে function key এর নিচের number Key গুলো টাইপ করলে নাম বিহীন ফোল্ডার তৈরি হবে না।
iv. সব শেষে alt key ছেড়ে দিন এবং Keyboard এর Enter Button এ Press করুন।
v. এখন আপনি nameless folder দেখতে পাবেন। বিঃদ্রঃ অনেক কম্পিউটারে, উইন্ডোস ইত্যাদির ভিত্তিতে Num Lock এর highlighted number key গুলো ব্যবহার করতে হয়।
2021 ~ ago [05-03-21 (11:10)]

About Author

imran

Author

Tag :

Related Posts

No responses to [এখন থেকে কম্পিউটারে নাম বিহিন ফোল্ডার তৈরি করুন না দেখলে মিছ করবেন]

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version