WordPress হচ্ছে একটি অনলাইন Open-source ওয়েবসাইট তৈরি করার Tool। যেটা PHP দিয়ে তৈরি করা হয়েছে। আরও বলা যায় ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি Content Management System যেটা দিয়ে একটি ওয়েব সাইটের কনটেন্ট ম্যানেজ করা হয়। তো WordPress হচ্ছে মূলত এমন একটি প্লাটফর্ম বা, এমন একটি টুল যেটা দিয়ে আমরা যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি এবং ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইট আমরা কন্ট্রোল বা, সেই ওয়েবসাইটের যাবতীয় কন্টেন ম্যানেজ করতে পারি। WordPress দিয়ে সাধারণত ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়ে থাকে। ডায়নামিক ওয়েবসাইট বলতে ঐ সকল ওয়েবসাইট কে বুঝায় যা কোন রকম কোডিং নলেজ ছাড়া নিয়ন্ত্রণ বা, ম্যানেজ করা যায়। আমরা যদি আরও এক বার বলি সেটা হচ্ছে এটি এমন একটা টুল যেটা দিয়ে আমরা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারি এবং ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে কন্ট্রোল বা, ম্যানেজ করতে পারি।
আমরা যারা Web Design & Development শিখি বা, Web Design & Development এর উপর যাদের আগ্রহ আছে তারা প্রায়ই শুনে থাকি WordPress এর কথা। তো এখন প্রশ্ন হচ্ছে কেন এই WordPress বা, WordPress আমরা কেন শিখব? অর্থাৎ Why learn WordPress?
সেটার প্রথম কারণ হচ্ছে WordPress সম্পুর্ণ ফ্রি। এটি কিনতে হবে না, কোথাও টাকা দিতে হবে না। এটা আপনি সম্পূর্ণ ফ্রি-তে ব্যবহার করতে পারবেন এবং এটি অনেক জনপ্রিয়। সারা বিশ্বের প্রায় ২৫% ওয়েবসাইটস তৈরী করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে এবং USA তে পার্সেন্টেস আরো বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর প্রতি পাঁচ-টি ওয়েবসাইটের মধ্যে এক-টি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা। তাই এর থেকে বোঝা যায় WordPress কতটা জনপ্রিয় এবং এটির জনপ্রিয়তার আরও একটি কারন হচ্ছে এটার ওপেন সোর্চ অর্থাৎ ফ্রি ডাউনলোড করে কোড গুলা নিজের মত করে এডিট করা যায় এবং সাজিয়ে নেওয়া যায় এবং এটা শেখা অত্যন্ত সহজ তার কারণ হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান তবে ওয়ার্ডপ্রেস শেখার জন্য গুগলে সার্চ করলে প্রচুর রিসোর্স পেয়ে যাবেন। সেগুলো প্র্যাকটিস করে একদম সহজে শিখে নিতে পারবেন।
এমন কি এটির আরো একটা সুবিধা আছে Even a non-coder can create and manage a website অর্থাৎ আপনি যদি কোডিং একেবারেও না যানেন তার পরেও আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন এবং সেটাকে ম্যানেজ করতে পারবেন। It's so easy and powerful.
ওয়ার্ডপ্রেসের আরো অনেক সুবিধা আছে যেমন আপনি খুব ভালো এক্সপার্ট না হয়েও আপনি খুব Highly Secure ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি ই-কমার্স, ব্লগিং, নিউজপেপার যে কোন ধরনের সাইট তৈরী করে ফেলতে পারবেন।
So, এই সকল কারনেই মুলত WordPress is so popular এবং WordPress দিয়ে মুলত বিশ্বের অধিকাংশ সাইট তৈরী করা হচ্ছে। যদিও WordPress ছাড়া আরো অন্যান্য প্লাটফর্ম গুলো দিন দিন উন্নত হচ্ছে তারপরও ওয়ার্ডপ্রেস এখনো তার জনপ্রিয়তা সমান ভাবে ধরে রাখতে পারছে।
তো যাই হোক এই হচ্ছে WordPress নিয়ে সাধারন কিছু প্রশ্নের উত্তর। আসা করি সবাই বুঝতে পারছেন WordPress কি? WordPress দিয়ে মুলত কি করা হয় এবং WordPress আমরা কেন শিখবো?
WordPress হচ্ছে Website Development এর একটা অংশ। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা সাধারনত Website Development করে থাকি। তো Web Development শিখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই Web Design জানতে হবে। Web Design সম্পর্কে না জেনে আপনি কখনো Web Development শিখতে পারবেন না বা, শেখাটা ততো ভালো হবে না।
তো যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে সাধারণত Web Development করা হয়ে থাকে তো এজন্য আগে থাকতে ওয়েব ডিজাইনের বিষয়গুলো জানা থাকতে হবে।
যেমন তার মধ্যে রয়েছে;
2022 ago | 0 | 685 views
2021 ago | 0 | 1283 views
2021 ago | 0 | 1390 views
2021 ago | 2 | 1583 views
2021 ago | 1 | 1489 views
No responses to WordPress কি? WordPress আমরা কেন শিখবো? WordPress শিখতে হলে আমাদের কি কি বিষয় জানতে
Be first Make a comment.