Be a Tainer! Share Your Knowledge.

Home » Wapkiz » Css দিয়ে ওয়াপকিজ সাইটে ফুটার অ্যাড হাইড করুন

Css দিয়ে ওয়াপকিজ সাইটে ফুটার অ্যাড হাইড করুন

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?


বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে আমরা ভাল থাকি আর না থাকি, খুব আতংকে আছি। কারন, এটি আমাদের কমিউনিটিকে ব্যাপক ভাবে ছড়িয়ে পরেছে। তাই নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ঘরে থাকুন।


আজকের টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে Wapkiz সাইটের Footer Ads অর্থাৎ সাইটের একদম নিচে যে “ DOWNLOAD NOW ” নামে একটি ব্যানার এডস থাকে সেটি হাইড করবেন বা মুছে ফেলবেন।


যদিও এটি শুধু wapkiz ব্যবহারকারীদের জন্য একটি ট্রিক্স, কিন্তু এতে CSS3 ব্যবহার করা হয়েছে যা আমাদের সবারই জনার প্রয়োজন আছে।


তো এডস হাইড করার জন্য প্রথমেই যেই সাইটের এডস হাইড করবেন সেই সাইটের Panel Mode এ প্রবেশ করুন।


তারপর, Css Theme এ ক্লিক করুন।


এবার, Edit Full Css এ ক্লিক করুন।


এখানে একটি টেক্সটবক্স দেখতে পাবেন। টেক্সটবক্স এর একেবারে শেষে এইটা লিখুনঃ


[class*=”s5″]{display: none;}


তারপর Ok ক্লিক করে দিন।


এবার দোখুন, কোন ব্যানার এডস শো করছে না।

ইনশাল্লাহ, এটি সবার ক্ষেত্রে কাজ করবে। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


বি.দ্র. ওয়াপকিজ সাইট সম্পর্কে কম বেশি সবাই ভালো জানেন তাই আর স্কীনসর্ট দিলাম না।


2020 ~ ago [23-05-20 (14:57)]

About Author

admin

Author

Tag :

Related Posts

5 responses to Css দিয়ে ওয়াপকিজ সাইটে ফুটার অ্যাড হাইড করুন

  1. ধন্যবাদ।

  2. Humm Vai Code Kaj Kore Che

  3. Humm Vai Code Kaj Kore Che

  4. এখন আর কাজ করে না।

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version