প্রথমে আমার
সালাম নিবেন
আসলামুআলাইকুম!
জাতি ভেদে আমার
আন্তরিক
শুভেচ্ছা ও ভালো
বাসা রইল॥ আর
বেশি কিছু না
বলে সরাশরী
মূলটপিকে যাওয়া
যাক~*~
চুম্বনের দশটা গোপন সত্যি চুম্বন হল গভীর প্রেমের প্রথম ধাপ। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ কে অভিনন্দন জানানো হয় চুমু খেয়ে। আমাদের দেশে অবশ্য স্নেহ আর প্রেম বোঝাতেই চুমুর১০) ডানপন্থী-বিশ্বের দুই তৃতীয়াংশ প্রেমিক,প্রেমিকা চুম্বনের সময় তাদের মাথা ডানদিকে হেলিয়ে থাকে। ৬৬ শতাংশ লোক(নারী-পুরুষ নির্বিশেষে)চুম্বনের সময় নিজেদের চোখ বন্ধ রাখেন।বাকিরা পার্টনারের চোখে মুখের আবেগকে লক্ষ করেন। মার্কিনি পরিসংখ্যান জানাচ্ছে,আমেরিকান মহিলাদের অধিকাংশই বিয়ের আগে প্রায় ৮০ জন পুরুষকে চুম্বন করে ফেলেন।
৯) চুম্বনে পেশিশক্তি-এক একবারের চুম্বনে মুখের ২৯টি পেশির সঞ্চালন হয়। চুম্বনের সময়৩৪টি ফেসিয়ালমাসল ও ১১২টি postural মাসেলের ব্যবহার হয়।
৮) নিষিদ্ধ চুম্বন-১৪৩৯ সালে ইংল্যান্ডেররাজা হেনরিসিক্স তাররাজত্বে চুম্বনেরওপর নিষেধাজ্ঞাজারি করেন।কারণ চুম্বনেরফলে নাকি তাররাডত্ব রোগছড়িয়ে পড়ছে। নিজের প্রেমিকাকে চুম্বনের কারণেও সে সময় জেল হয়েছিল। না ভেদাতে আবার এখনও কোনও পুরুষের গোঁফ থাকলে চুমু খেলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।
৭) পর্দার চুম্বনে নিষেধাজ্ঞা-বড় পর্দায় প্রথম চুম্বনের দৃশ্য দেখানো হয় ১৯২৭ সালে।উইংস নামের এক হলিউডি সিনেমায় প্রথম বার চুমু খান নায়ক-নায়িকা। তবে এরপর থেকে চুম্বনের ওপর নানা নিষেধাজ্ঞা জারি হয়। পর্দায় প্রেমিক-প্রেমিকা হলে তারা কখনই শুয়ে চুমু করতে পারবেনা, স্বামী-স্ত্রীহলে বিছানাতেই করতে হবে, তিন সেকেন্ডের বেশিদৃশ্য থাকা চলবেনা। এরকম নানা নিষেধাজ্ঞা জারি করে সেন সরশিপরেগুলেশন বোর্ড।
১৯৪৬ সালে নোটো রিয়াস ছবির পর সে সবনিয়ম উঠে যায়।এরপর হলিউডে'টাইটানিক','কাসাব্লাঙ্কা','গন উইথ দ্যউইন্ড','স্পাইডারম্যান'-এর মত সিনেমায়চুম্বনের দৃশ্যতোলাপাড় ফেলেদেয়।৬) চুম্বনবিশেষজ্ঞ-চুম্বনকে নিয়েবিজ্ঞানকে বলে'ফিলেমাটোলজি'।কীভাবে চুমুখাবেন, কেনখাবেন, কতক্ষণধরে খাবেন, চুমুর মাধ্যমে প্রেমিক/প্রেমিকার মন কীভাবে জিতবেন এসবই ফিলিমাটোল জিবি শেষজ্ঞরা তাদের ক্লায়েন্টদের পরামর্শ দেন।
বিশ্বের চুমু বিশেষজ্ঞরা প্রচুর টাকা রো ৫) আয়ু বাড়াতে চুমু-লন্ডনবিশ্ববিদ্যালয়েরএক সমীক্ষায় প্রকাশ নিয়মিত চুমু খেলে আয়ু পাঁচবছর পর্যন্ত.বাড়তে পারে। চুম্বন প্রক্রিয়া ক্যালোরি খরচ.হয়। চুম্বনের.সময় হার্টবিট বেড়ে গিয়ে মস্তিষ্কেও বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছয়। চুম্বনের ফলে দাঁতেও চটকরে প্লাকজমতে পারে না,কারণ মুখগহ্বরে স্যালাইভার পরিমাণ বেড়েযায়।৪) চুম্বনের
উপকারিতা--
গভীর চুম্বনের
সময় প্রায় ৯০
সেকেন্ড ধরে
ব্লাড প্রেশার
আর পাল্স রেট
বেড়ে যায়
উত্তেজনায়।
এমনকী
মিনিটখানেকের
জন্য শরীরে
কিছু কিছু
হরমোনেরও
আধিক্য ঘটে।
চুমুর ফলে
শরীরের
রোগপ্রতিরোধ
ক্ষমতা বাড়ে,
শরীরে ব্যথা
কমে, মাথাধরা
সেরে যায়, দাঁতের
ক্ষয়রোধ করে।
৩) ইতালি
সেরা--
এক
মার্কিন
পত্রিকার
সমীক্ষায়
প্রকাশ চুম্বনের
বিষয়ে সবচেয়ে
এগিয়ে থাকা দেশ
হল ইতালি। তবে
বিশ্বের
বেশিরভাগ
দেশের প্রেমিক-
প্রেমিকাই চুমু
খাওয়ার বিষয়ে
পারদর্শী নয়
বলে সমীক্ষায়
প্রকাশ।
২) ব্যাকটেরিয়া
বিনিময়-
-
চুম্বনের সময়
দুটো মানুষের
মধ্যে ১ কোটি
থেকে ১০০
কোটি
ব্যাকটেরিয়া
বিনিময় হতে
পারে।
১) চুমুতে খরচ
সময়-
একজন
সাধারণ মানুষ
তার জীবনের
২টো সপ্তাহ
কাটে চুমু খেয়ে।চুম্বনের দশটাগোপন সত্যিচুম্বন হল গভীরপ্রেমের প্রথমধাপ। পৃথিবীরবিভিন্ন দেশেমানুষকেঅভিনন্দনজানানো হয় চুমুখেয়ে। আমাদেরদেশে অবশ্যস্নেহ আর প্রেমবোঝাতেই চুমুর১০) ডানপন্থী-বিশ্বের দুইতৃতীয়াংশপ্রেমিক,প্রেমিকাচুম্বনের সময়তাদের মাথাডানদিকেহেলিয়ে থাকে।৬৬ শতাংশ লোক(নারী-পুরুষনির্বিশেষে)চুম্বনের সময়নিজেদের চোখবন্ধ রাখেন।বাকিরাপার্টনারেরচোখেমুখেরআবেগকে লক্ষকরেন। মার্কিনিপরিসংখ্যানজানাচ্ছে,আমেরিকানমহিলাদেরঅধিকাংশইবিয়ের আগেপ্রায় ৮০ জনপুরুষকে চুম্বনকরে ফেলেন।৯) চুম্বনেপেশিশক্তি-এক একবারেরচুম্বনে মুখের২৯টি পেশিরসঞ্চালন হয়।চুম্বনের সময়৩৪টি ফেসিয়ালমাসল ও ১১২টিpostural মাসেলেরব্যবহার হয়।৮) নিষিদ্ধচুম্বন-১৪৩৯সালে ইংল্যান্ডেররাজা হেনরিসিক্স তাররাজত্বে চুম্বনেরওপর নিষেধাজ্ঞাজারি করেন।কারণ চুম্বনেরফলে নাকি তাররাডত্ব রোগছড়িয়ে পড়ছে।নিজেরপ্রেমিকাকেচুম্বনের কারণেওসেসময় জেলহয়েছিল।নাভেদাতে আবারএখনও কোনওপুরুষের গোঁফথাকলে চুমু খেলেসেটাকে অপরাধহিসেবে গণ্যকরা হয়।৭) পর্দারচুম্বনেনিষেধাজ্ঞা-বড় পর্দায় প্রথমচুম্বনের দৃশ্যদেখানোহয়১৯২৭ সালে।উইংস নামের একহলিউডিসিনেমায়প্রথমবার চুমুখান নায়ক-নায়িকা। তবেএরপর থেকেচুম্বনের ওপরনানা নিষেধাজ্ঞাজারি হয়। পর্দায়প্রেমিক-প্রেমিকা হলেতারা কখনই শুয়েচুমু করতে পারবেনা, স্বামী-স্ত্রীহলে বিছানাতেইকরতে হবে, তিনসেকেন্ডের বেশিদৃশ্য থাকা চলবেনা। এরকম নানানিষেধাজ্ঞাজারি করেসেনসরশিপরেগুলেশন বোর্ড।১৯৪৬ সালেনোটোরিয়াসছবির পর সেসবনিয়ম উঠে যায়।এরপর হলিউডে'টাইটানিক','কাসাব্লাঙ্কা','গন উইথ দ্যউইন্ড','স্পাইডারম্যান'-এর মত সিনেমায়চুম্বনের দৃশ্যতোলাপাড় ফেলেদেয়।৬) চুম্বনবিশেষজ্ঞ-চুম্বনকে নিয়েবিজ্ঞানকে বলে'ফিলেমাটোলজি'।কীভাবে চুমুখাবেন, কেনখাবেন, কতক্ষণধরে খাবেন, চুমুরমাধ্যমেপ্রেমিক/প্রেমিকার মনকীভাবেজিতবেন এসবইফিলিমাটোলজিবিশেষজ্ঞরাতাদেরক্লায়েন্টদেরপরামর্শ দেন।বিশ্বের চুমুবিশেষজ্ঞরাপ্রচুর টাকা রো৫) আয়ু বাড়াতেচুমু-লন্ডনবিশ্ববিদ্যালয়েরএক সমীক্ষায়প্রকাশনিয়মিত চুমুখেলে আয়ু পাঁচবছর পর্যন্তবাড়তে পারে।চুম্বন প্রক্রিয়াক্যালোরি খরচহয়। চুম্বনেরসময় হার্টবিটবেড়ে গিয়েমস্তিষ্কেওবেশি পরিমাণেঅক্সিজেনপৌঁছয়। চুম্বনেরফলে দাঁতেও চটকরে প্লাকজমতে পারে না,কারণ মুখগহ্বরে স্যালাইভারপরিমাণ বেড়েযায়।
No responses to «চুম্বনের ১০টা গোপন তথ্য যা সবাইরে জানা একান্ত জরুরি»
Be first Make a comment.