ভাষার মাসে যাত্রা শুরু করলো দেশের প্রথম বাংলা ভাষাভিত্তিক ব্রাউজার দুরন্ত। এটি নিয়ে এলো মোবাইল ফোন অপারেটর রবি ও লাইভ টেকনোলজিস। রবিবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দুরন্ত হলো বাংলা ভাষাভিত্তিক প্রথম বাংলাদেশি ব্রাউজার যেখানে বিশ্বের খ্যাতনামা সব ব্রাউজার সেরা ফিচারগুলো পাওয়া যাবে। বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রয়োজনীয় সেবার লিংক এই ব্রাউজারে খুঁজলেই পাওয়া যাবে। এর পাশাপাশি ‘দুরন্ত’-এ লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা এবং তথ্য ও বিনোদনমূলক নানা ধরনের কনটেন্ট রয়েছে।
ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডেটা ব্যবহার করে চালানো যায়, অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যায় এবং দ্রুত গতির ব্রাউজিং অভিজ্ঞতা দেয়।
এই ব্যাপারে লাইভ টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ উদ্দিন জানান, বাংলা ব্রাউজার ব্যবহারকারীদের বাংলা ব্রাউজে উদ্বুদ্ধ করার জন্য ডেটা ব্যাক অফার রয়েছে। এতে চাইলে ইংরেজিতেও ব্রাউজ করা যাবে। কিন্তু আমাদের প্রাধান্য থাকবে বাংলায় ব্রাউজ করা। এটি অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Apnar website tha valo but profile photo set korle sobar profile e set hoye jai