Be a Tainer! Share Your Knowledge.

Home » Teach News » ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস করবো কিভাবে?

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস করবো কিভাবে?

ইন্টারনেটের সমস্যা হতেই পারে। এ সমস্যার কথা মাথায় রেখে অফলাইনেও গুগল ম্যাপস ব্যবহারের সুযোগ রেখেছে গুগল কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত নন। আসুন তাহলে জেনে নিই অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের উপায়-

অ্যাপ ডাউনলোড ও সাইন-ইন করুন
সবার আগে অ্যান্ড্রয়েড বা আইফোনে প্লে-স্টোর বা অ্যাপস্টোর থেকে গুগল ম্যাপস অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করুন।
সার্চ করুন
এবার আপনি যে জায়গায় যেতে চান সেটি লিখে সার্চ করুন। ডিরেকশন দিয়ে রাখুন। কোন জায়গা থেকে যাত্রা শুরু করেছেন এবং কোথায় থামবেন সেটি নিশ্চিত করুন।
বারে ক্লিক করুন
স্ক্রিনের একেবারে নিচে গিয়ে খুঁজে বের করুন আপনার সার্চ করা জায়গার নামটি। তারপর বারে ক্লিক করুন। এখন আপনি নিশ্চয়ই ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করুন।
সম্মতি দিন
এ পর্যায়ে গুগল আপনার কাছে জানতে চাইবে আপনি সেটি ডাউনলোড করতে চান কি না। আপনাকে অবশ্যই সম্মতি দিতে হবে। সে কারণে পুনরায় ডাউনলোড অপশন ক্লিক করে নিশ্চিত করুন।
2021 ~ ago [18-05-21 (14:30)]

About Author

admin

Author

Tag :

Related Posts

1 responses to ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপস করবো কিভাবে?

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version