আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আর ভালো না থাকলেউ এই পোষ্ট পড়ে আপনার মন ভালো হয়ে যাবে। কারণ আমি এই পোষ্ট দেখাবে কিভাবে আপনি আপনার যেকোনো সাইটে কিভাবে Trickbd এর মতো নোটিফিকেশন চালু করবেন।কিন্তু হ্যা হুবু হু Trickbd এর মতো হবে না।
প্রথম আপনার Wapkiz/wapka/waphosts etc..সাইটের Admin Penel/penel Mode এ জান।তারপর Hadter এ গিয়ে প্রথমে যে কোড পাবেন সেটার নিচে
E/Edit লেখায় ক্লিক করে নিচে যদি Notification অপশন আগে তেকেই তাকে তাহলে ভালো না হলে নিচের কোডটি দিয়ে তৈরি করুন।
আর যার আগে থেকেই আছে কিন্তু এটা নেই site-notification.html না থাকলে দিয়ে দেবেন।
এখন আপনাকে একটি নতুন পেজ তৈরি করতে হবে।admin Penel এ গিয়ে প্রথমেই Page/Add Page লেখা পাবেন।সেখানে ক্লিক করুন।তারপর Notification নামে একটি পেজ তৈরি করুন।
এর পর সেই পেজের নেজে Manege Page / পেজে ক্লিক করে নিচের দেওয়া কোডটি কপি করে বসিয়ে দিন।
No responses to আপনার Wapka / Wapkiz সাইটে Trickbd এর মতো নোটিফেকেশন অপশন চালু করুন
Be first Make a comment.