আসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছো। আশা করি ভালো আজকের পোস্ট টা হঠাৎ করে লিখা। আজকে আমি দেখাবো যে কিভাবে জাভা মোবাইল দিয়ে ফটো ইডিট করবে। তো চলো শুরু করা যাক ;-
তো বন্ধুরা ফটো ইডিট এর জন্য একটা ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। পোস্টের শেষে আমি সাইটের লিংক দিয়ে দিবো। এই সাইটে প্রবেশ করলে অনেক ইফেক্ট পাবে। কিন্তু আমি যেই ইফেক্টটা নিয়ে পোস্ট করতে চলেছি তার জন্য আমাদের Popular এই অপশানে ক্লিক করতে হবে।
এখানে আরো অনেক ইফেক্ট পাবে।
দেখতেই পাচ্ছো আমি Popular ক্যাটিগরিতে আছি। এখন আমাকে নিচের বড় দাগ দেওয়া যায়গাতে ক্লিক করতে হবে।
দেখতে পাচ্ছো এখানেও ফটো ইডেটরের জন্য অপশান আছে। প্রথমটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এর জন্য এবং লেখা পরিবর্তন এর জন্য। তো এখান যেটা তোমার পছন্দ সেটা ব সেই ইফেক্টটা সিলেক্ট করে নাও।
এখন নিচের ফটোর মতো করে তোমার অথবা তেমার সাইটে নাম লিখে দাও। তারপর Go বাটনে ক্লিক করো।
এখন ফটোটা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নাও। এখান থেকে তিন ধরনের ফটো ডাউনলোড করতে পারবে উচ্চ, মধ্যম,নিন্ম মানের বা কোয়ালিটির।
পোস্ট টা কেমন লাগলো জানাতে ভুলে যেওনা।
2022 ago | 0 | 800 views
2021 ago | 0 | 1420 views
2021 ago | 0 | 1504 views
2021 ago | 3 | 1717 views
2021 ago | 1 | 1618 views
You must be logged in to post a comment.
Thanks.
Thank yuo 🤗
অনেক সুন্দর একটা পোষ্ট।ধন্যবাদ ।