ফেসবুক আইডি যদি হ্যাক হয় বা অন্যের দখলে চলে যায় তাহলে সেটি আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ হ্যাকার আপনার আইডি ব্যবহার করে যদি কোনো অপরাধ করে তবে তার দায়ভার আপনার ওপরই বর্তাবে।
দেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। সবার সঙ্গে যোগাযোগ রাখা, আপডেট জানা, খবর পড়া ইত্যাদি অসংখ্য কাজে ফেসবুক ব্যবহার করে মানুষ। কিন্তু ফেসবুক আইডি যদি হ্যাক হয় বা অন্যের দখলে চলে যায় তাহলে সেটি আপনার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। কারণ হ্যাকার আপনার আইডি ব্যবহার করে যদি কোনো ক্রাইম (অপরাধ) করে তবে তার দায়ভার আপনার ওপরই বর্তাবে।
তাই আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া মাত্রই কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
১. প্রথমে https://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।
২. এরপর “My account is compromised” বাটনে ক্লিক করুন। হ্যাক হওয়া অ্যাকাউন্টের তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা দুটি অপশনের (ইমেইল বা ফোন নম্বর) যে কোনো একটির ইনফরমেশন দিন।
৩. প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত অ্যাকাউন্টটি দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে। এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করুন।
৪. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
৫. হ্যাকার যদি ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বরসহ লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে থাকে তবে Need another way to authentication? -> Submit a request to Facebook এ ক্লিক করলে ফেসবুক প্রোফাইলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য ও আইডি সরবরাহের ফর্ম পূরণের মাধ্যমে হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব।
সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হলে আপনি স্বশরীরেও সিআইডির সাইবার পুলিশ সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে অথবা [email protected] ঠিকানায় বিস্তারিত ইমেইল করতে পারেন। সর্বোপরি ফেসবুক হ্যাক হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।
2022 ago | 0 | 945 views
2021 ago | 0 | 1568 views
2021 ago | 0 | 1648 views
2021 ago | 3 | 1839 views
2021 ago | 1 | 1769 views
You must be logged in to post a comment.
এই সাইট এ পোষ্ট করলে কি টাকা দেন
@sksagor ওয়াপকিজ সাইটে Google Adsens অ্যাপরুব করে না এবং ওয়াপডলার থেকেও পেমেন্ট পাওয়া যায় না। যার কারনে আপদত আমরা পেমেন্ট দিয় না। তবে অপনার কোন সাইট থাকে এবং ভিজিটর বাড়ানোর বিভিন্ন অ্যাপ,গেম এর রিভও নিয়ে পোষ্ট (পোষ্টে স্কীনসর্ট যোগ করতে হবে) নিস্থার্থভাবে করতে পারেন। ধন্যবাদ