ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রথম কারন হিসেবে বলা যায় ফিশিং সাইট। এই প্রক্রিয়ায় হ্যাকার আপনাকে বিভিন্ন ভাবে লিংক পাঠাবে। হতে পারে ফেসবুক ম্যাসেজে কিংবা আপনার ইমেইলে আইডিতে। অবিকল ফেসবুক থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক আসে। ব্যবহারকারীরা বুঝতেই পারেন না আসলে এসব লিংক ফেসবুকের না বা ফেসবুক থেকে আসে না। আর একে বলা হয় ফিশার ওয়েব। অবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয়। ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই আপনার সব তথ্য (যেমন - ইমেল ঠিকানা,মোবাইল নাম্বার, এমনকি পাসওয়ার্ড) হ্যাকারদের কাছে চলে যাবে। আর আপনি আপনার আইডি হারাবেন।
কিছু কিছু ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে যেখানে শেয়ার বাটন ক্লিক করা ঝুঁকিপূর্ণ। কারণ থার্ড পার্টি ওয়েবসাইটে ছবি শেয়ার করতে সেখানে যে অপশন থাকে সেখানে ক্লিক করলেও অনেক সময় আপনার একাউন্ট ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে।
অনেক সময় দেখা যায় হ্যাকার ছদ্মবেশে বা ফেক আইডি দিয়ে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুলে। আপনার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। এক পর্যায়ে আপনাকে ইনবক্সে বা মেসেজে লিংক পাঠায়। এসব লিংকে না বুঝে ক্লিক করলেই আপনার গোপন পাসওয়ার্ড এবং ইমেইল হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে।
অনেকেই শুধু মোবাইলেই ফেসবুক চালাতে অভ্যস্ত। মাঝেমধ্যে কম্পিউটারে বসেন কেবল বিভিন্ন সমস্যার সমাধান করতে। এসব ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন- সাইবার ক্যাফেতে যান, অনেক সময় তারা একাউন্ট লগ আউট করতে ভুলে যান। অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেন না রিমেম্বার পাসওয়ার্ড দেয়া রয়েছে। এভাবে আপনার অজান্তে অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করে হ্যাক করে নিতে পারে।
ফেসবুকে নানা অ্যাপ রয়েছে। এগুলো ব্যবহারের ক্ষেত্রে সব সময় সাবধান থাকা উচিত। অনেকেই এসব অ্যাপকে নিজের ইমেল একাউন্ট পাসওয়ার্ডসহ নানান তথ্য দিয়ে দেন। যা অনেক ক্ষেত্রেই এরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করে। এভাবে ফেসবুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজের একাউন্ট হারাতে পারেন।
আপনাদের যদি কারো ফেসবুক অ্যাকাউন্ট ভুল বসতো হ্যাক হয়ে যায় তাহলে আপনি কি করবেন ?
2022 ago | 0 | 798 views
2021 ago | 0 | 1416 views
2021 ago | 0 | 1502 views
2021 ago | 3 | 1714 views
2021 ago | 1 | 1615 views
No responses to ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় কিভাবে ?
Be first Make a comment.