Be a Tainer! Share Your Knowledge.

Home » Teach News » জেনে নিন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo সম্পর্কে অজানা 5 তথ্য

জেনে নিন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo সম্পর্কে অজানা 5 তথ্য



স্মার্টফোন জগতে আসার আগে কী করত Oppo?

2004 সালে চিনের গুয়ান্ডোং প্রদেশে Oppo কোম্পানির প্রতিষ্ঠা করেন টনি চেন। শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে হাই-এন্ড ব্লু রে প্লেয়ার তৈরি করত কোম্পানিটি। প্রাথমিক সাফল্যের পরে হাই-ফাই হেডসেট, MP3/MP4 প্লেয়ার তৈরি করে একাধিক পুরস্কার জিতে নেয় Oppo। 2008 সালে লঞ্চ হয় কোম্পানির প্রথম মোবাইল ফোন A103 স্মাইলি ফেস। এই ফোনের পিছনে একটি স্মাইলি ফেস ছিল বলেই এমনতর নামকরণ করা হয়েছে।

অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া

ল্যাম্বোরগিনি, ডাইনঅডিও, লিগ অফ লেজেন্ডস, মহম্মদ সালাহর মতো জনপ্রিয় ব্র্যান্ড ও খেলোয়াড়দের সঙ্গে গাঁটছড়া বেঁধে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে Oppo। এটি এশিয়ার একমাত্র স্মার্টফোন ব্র্যান্ড, যারা ফরাসি ওপেন এবং উইম্বলডনের মতো বিশ্বমানের টেনিস টুর্নামেন্ট স্পনসর করেছে। এছাড়াও, বার্সেলোনা ফুটবল ক্লাবের সমর্থকদের জন্য কোম্পানির তরফে তৈরি করা হয়েছে স্পেশ্যাল এডিশন মোবাইল ফোন। কোম্পানির বিজ্ঞাপনে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং এডি রেডমেইনের মতো হলিউড তারকাদেরও দেখা গিয়েছে। কোম্পানির উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি

মোবাইল দুনিয়ার শীর্ষে থাকাই Oppo-র প্রধান লক্ষ্য। স্মার্টফোন ক্যামেরার দুনিয়ায় একের পর এক নতুন প্রযুক্তি এনে গ্রাহকদের মন জিতেছিল চিনের কোম্পানিটি। প্রথম 10x হাইব্রিড জুমের মোবাইল ক্যামেরা তৈরি করেছিল Oppo। এছাড়াও, রোটেটিং ক্যামেরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিউটিফিকেশন মোড, সম্পূর্ণ লুকানো থ্রিডি ক্যামেরা ও বিশ্বের প্রথম ডিসপ্লের নীচে ক্যামেরা বা আন্ডার ডিসপ্লে ক্যামেরা স্মার্টফোন তৈরি করার কৃতিত্ব রয়েছে Oppo-র।

কোম্পানির 65,000 পেটেন্ট

স্মার্টফোন পেটেন্টের নিরিখে অন্যান্য কোম্পানির থেকে অনেকটাই এগিয়ে Oppo। কোম্পানির নামে রয়েছে 65,000 এর বেশি পেটেন্ট, যা কোম্পানির নিরন্তর উদ্ভাবনী মানসিকতার প্রমাণ।

টেক সেক্টরে চিনা দাদাগিরি! লগ্নিতে লক্ষ্মী-লাভ দেখছে ভারত
বার্ষিক গ্লোবাল টেকনোলজি কনভেনশন

প্রত্যেক বছর Oppo তার নিজস্ব গ্লোবাল টেকনোলজি কনভেনশন আয়োজন করে। সেখানে অত্যাধুনিক সব প্রযুক্তির সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করানো হয়। 2019 সালে প্রথম এই কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টেই কোম্পানির অগমেন্টেড রিয়্যালিটি গ্লাস ও অন্যান্য গ্যাজেটস প্রকাশ্যে নিয়ে আসে কোম্পানি।

বেঙ্গালুরুতে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিল ড্রোন, কলকাতায় কবে?

প্রথম দিন থেকেই Oppo-র যাত্রা অন্যান্য কোম্পানির থেকে অনেকটা আলাদা। কোম্পানির চিন্তাধারার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্ভাবনী মানসিকতার মাধ্যমে গ্রাহককে আরও ভালো অভিজ্ঞতা উপহার দেওয়া। কোম্পানির প্রতিষ্ঠাতা টনি চেন বলেছিলেন, 'মানুষের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে Oppo, যা মানুষকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবে ও জীবনযাত্রার আরও উন্নতি করতে সাহায্য করবে।'
2021 ~ ago [25-08-21 (16:12)]

About Author

admin

Author

Tag :

Related Posts

No responses to জেনে নিন জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo সম্পর্কে অজানা 5 তথ্য

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version