Be a Tainer! Share Your Knowledge.

Home » Android Phone Review » বাজারে না আসতেই গ্যালাক্সি এস২১ সিরিজের দাম ফাঁস

বাজারে না আসতেই গ্যালাক্সি এস২১ সিরিজের দাম ফাঁস



নতুন বছরের শুরুতে বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের বেশকিছু মডেলের স্মার্টফোন। ২০২১ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে পণ্য বাজারে আনবে স্যামসাং। এরইমধ্যে ফাঁস হয়ে গেল স্মার্টফোনের দরদাম। অবশ্য ফাঁস হওয়া মূল্য ইউরোপীয় বাজারের জন্য বলছে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন। বহুল প্রতীক্ষিত ফ্লাগশিপ সিরিজে থাকছে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা।

৯১ মোবাইলস এর তথ্য বলছে, গ্যালাক্সি এস২১ এর দাম ৮৪৯ ইউরো যা বাংলাদেশি টাকায় ৮৭ হাজার ৪০০ টাকা, গ্যালাক্সি এস২১ প্লাস এর দাম ১ হাজার ৪৯ ইউরো যা বাংলাদেশি টাকায় এক লাখ ৮ হাজার ৬৭৫ টাকা এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা স্মার্টফোনের দাম পড়বে ১ লাখ ৪৪, ৯০০ টাকা বা ১ হাজার ৩৯৯ ইউরো।
জানা গেছে, গোল্ড, ব্রাউন, সাদা এবং কালো এই চার রঙে আসছে নতুন সিরিজের স্মার্টফোন। ভিন্নতা থাকছে ফোনটির স্ক্রিনের আকার ও ব্যাটারির ধারণ ক্ষমতায়ও।

গ্যালাক্সি এস২১ আল্ট্রা স্মার্টফোনে সামনে অতিরিক্ত সেন্সর ক্যামেরা এবং পেছনে থাকছে অটোফোকাস সেন্সর লেজার। সঙ্গে থাকছে ১০ মেগাপিক্সেল ১০ গুন সুপার টেলিফটো জুম লেন্স। ১০৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর। ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল ৩ গুন টেলিফটো ক্যামেরা। এছাড়া থাকছে বড় সাইজের ব্যাটারি। যা স্মার্টফোনটিকে বাজারে আসতে যাওয়া অন্য দুটি ফোনের থেকে দেখাবে ভিন্ন ও আকর্ষণীয়।
2020 ~ ago [20-12-20 (12:12)]

About Author

admin

Author

Tag :

Related Posts

No responses to বাজারে না আসতেই গ্যালাক্সি এস২১ সিরিজের দাম ফাঁস

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version