আস্সালামুআলাইকুম। আশা
করি সবাই আল্লাহ
তাআলার অশেষ রহমতে
ভালো আছেন। আপনাদের
দোয়ায় আমিও ভালো
আছি।
.
আজকে আমি একটা নতুন এবং
হেল্পফুল পোষ্ট নিয়ে
আপনাদের সামনে হাজির
হয়েছি।
.
আশা করি সবার উপকারে
আসবে। সবাই ধৈর্য ধরে
সবাই পোষ্ট টা পরবেন আর
কিছু না বুজলে কমেন্ট বক্সে
কমেন্ট করেন। তো শুরু করা
যাক।
.
অনেকেই হয়ত টাইটেল
দেখে বুঝে গেছেন কি
নিয়া আলোচনা করব।
.
.
.
আজকের টপিক নিয়া কিছু কথা।
.
আপনি এই ট্রিক টা দিয়ে আপনার বন্ধুর গুগল সার্চলিস্ট এবং ইউআরল লিস্ট ও দেখতে পারবেন।
.
প্রথমে বলি রাখি এই ট্রিক টা কার্জকরি হবে যদি আপনার বন্ধু Opera Mini 4.21 ব্যবহার করে ।
,
প্রথমে তার Java List Er অপেরা মিনিটেতে ডুকুন তারপর নিচ এর স্কিনশট ফলো করুন।
.
প্রথমে মেনু বাটনে ক্লিক করুন।
তারপর সেটিং এবং Text এ যান।
এখন একটু নিচে Out Put Text লেখা বের করুন।
এরপর ওখানে টিক চিহ্ন দিন।
এবার Start Page এ গুগলে যান।
এবার দেখনে ছোট্ট একটা বক্স এসেছে এবং ওখানে আপনার একটা অক্ষর লিখুন।
তারপর অক্ষর টা কেটে দিন এবং নিচে দেখুন গুগলের সার্চ লিস্ট এসেছে।
.
এভাবেই আপনি Url লিস্ট ও দেখতে পারবেন।
.
.
আশা করি পোষ্ট টা আপনার
উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো
প্রকার ভুল হলে ছোট্ট ভাই
মনে করে ক্ষমা করে
দিবেন। আর ভুলটা কমেন্ট
বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য
থাকুন ট্রিক বিডির সাথে
থাকুন ট্রিক বিডি নিয়ম
কানুন মেনে চলুন আর ট্রিক
বিডি কে আরো উন্নত
করতে বেশি বেশি উন্নত
পোষ্ট করুন!
.
খোদা হফেজ।
Copyright @ Trickbd.com
ভালো জাভা অফ্যাছ
আপনারা বুনুরা কত