মিড ভেরিয়েন্টের দুর্দান্ত কিছু ফিচার নিয়ে বাজারে আসছে চায়না ব্র্যান্ড ভিভোর নতুন একটা ফোন। মডেল ভিভো এস৭টি। নতুন এই ফোনটিতে রয়েছে বেশ কিছু নতুন চমক। চলতি মাসেই লঞ্চ হতে চলেছে ফোনটি।চলুন দেখে আসা যাক ফোনটিতে কী কী স্পেসিফিকেশন রয়েছে।
ভিভো এস৭টিতে দেওয়া হয়েছে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৪০০ পিক্সেল। ফোনটির ওজন দেওয়া হয়েছে মাত্র ১৬৯ গ্রাম এবং এর আয়তন হবে ১৫৮.৮২X৭৪.২X৭.৩৯ মিলিমিটার। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটি।
ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে এবং সিমগুলো হবে ন্যানো সিম। অ্যান্ড্রয়েড ভার্সন ১১ দেওয়া হবে উক্ত ফোনটিতে। ফোনটির চিপসেট দেওয়া হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০ ২.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর।
এটির জিপিইউ থাকবে মালি জি-৫৭ এম সি ৫। ২টি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি যার একটির সাথে দেওয়া হবে হবে ৮ জিবি র্যাম ১২৮ জিবি স্টোরেজ এবং অন্যটি হবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
এই মোবাইলটিতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার একটি হবে ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এর ওয়াইড অ্যাঙ্গেল। অন্যটি হবে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। ক্যামেরার সাথে থাকছে এল ই ডি ফ্ল্যাশ।
এছাড়া এই মোবাইলে দেওয়া হয়েছে ডাবল ফ্রন্ট ক্যামেরা যার একটি হবে ৪৪ মেগাপিক্সেল এর এবং অপরটি হবে ৮ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পিতে ভিডিও করা যাবে। ক্যামেরাতে থাকছে এইচডিআর, পোরট্রেইট, প্যানোরামা মোড।
এই ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.১, ইউ এস বি টাইপ সি পোর্ট, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অন্যান্য সুবিধা। ৫ জি হতে চলেছে ফোনটি। এ ভিভো এস ৭টিতে দেওয়া হয়েছে ৪,১০০ মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি।
নীল, কালো ও সাদা রঙেপাওয়া যাবে। ভিভো এস৭টি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মূল্য অনুযায়ী ৩০ হাজার ৪৬০ রুপী যার বাংলাদেশী মূল্য হবে ৩৫ হাজার ৪৭৫ টাকা।
Fine