Be a Tainer! Share Your Knowledge.

Home » Health Tips » «দেখেনিন অধিক মূত্র হাওয়ার কারন এবং ভয়ংকর দিকগুলি যা সবাইরে যানা একান্ত জরুরি»

«দেখেনিন অধিক মূত্র হাওয়ার কারন এবং ভয়ংকর দিকগুলি যা সবাইরে যানা একান্ত জরুরি»

KizBD...এর সকল ভাইওবোনদের প্রতিআমার সালাম রইল(আসলামুআলাইকুম)অন্য অন্য জাতিদেরপ্রতি আমার শুভেচ্ছাও ভালোবাসা রইল॥জাইহোক আর সময় নষ্ট না করে মুল টপিকে আসা যাক



_-----_ঘন ঘন প্রস্রাব যাদেরহয়, তাদের জন্য এটা বড়ধরনের স্বাস্থ্য ঝুঁকিরকারণ হতে পারে। ঘন ঘনপ্রস্রাব হওয়াপলিইউরিয়ার লক্ষণ,তবে এর চেয়েও বড়কোনো শারীরিকসমস্যার ইঙ্গিত দিতেপারে। রাতে ঘুমানোরআগে ঘন ঘন প্রস্রাবেরচাপ অনুভব করলে তাডায়াবেটিসের কারণেহয়, তেমনটাই বলেনডাক্তাররা। তবেডায়াবেটিস ছাড়া অন্যকিছু লক্ষণও যদি এসময় দেখা দেয়, তাহলেডাক্তারের শরণাপন্নহতে হবে।

সেগুলো হলো-* পিঠে অথবা পেটেব্যথা* মাথা ঘুরানো, বমি ভাব* গায়ে জ্বর থাকা* ক্ষুধা বা তৃষ্ণা বেড়েগেলে* গোপনাঙ্গ থেকেঅস্বাভাবিক কোনোতরল কিছু নির্গত হলে* প্রস্রাবের বেগথাকলেও প্রস্রাব করতেসমস্যা হলে* প্রস্রাব নিয়ন্ত্রণকরতে না পারলে* প্রস্রাবের সাথে রক্তযাওয়া বা প্রস্রাবের রংভিন্ন হওয়া* প্রস্রাব করতে ব্যথাবা অস্বস্তি বোধ হলেকিডনি সমস্যারকারণে ঘন ঘন প্রস্রাবহতে পারে। তাই দ্রুতচিকিৎসা না করালেপরে তা বড় ধরনেরক্ষতি করতে পারে আপনার।

এছাড়া আরোবেশ কিছু কারণে হতেপারে ঘন ঘন প্রস্রাব।সেগুলো হলো-* স্ট্রোক বা নার্ভক্ষতিগ্রস্ত হলেমূত্রথলিতে সমস্যাদেখা দিতে পারে।* উচ্চ রক্তচাপ কমাতেবা কিডনি সুস্থ রাখতেওষুধ সেবনের কারণেশরীর থেকেঅতিরিক্ত পানিনির্গত হয় বলে ঘন ঘনপ্রস্রাব হতে পারে।* হঠাৎ করেমূত্রথলিতে ব্যথা দেখাদিলে প্রস্রাব করাজরুরি হয়ে পড়ে।* প্রোস্টেট বড় হয়েগেলে ঘন ঘন প্রস্রাবহতে পারে।* গর্ভবতী নারীদেরজরায়ু বড় হয় বলেমূলথলিতে চাপ সৃষ্টিহয়। তাই ঘন ঘন প্রস্রাবহতে পারে সে সময়।* টাইপ ওয়ান ও টাইপ টুডায়াবেটিসের কারণেঘন ঘন প্রস্রাব হয়।আর খুব কম ক্ষেত্রেদেখা যায় রেডিয়েশনথেরাপি, মূত্রথলিরক্যানসার এসবের কারণেঘন ঘন প্রস্রাব হতেপারে। অনেকের ক্ষেত্রেওভার অ্যাকটিভব্লাডার সিনড্রোমেরকারণে মূত্রথলি পূর্ণনা হলেও তারাপ্রস্রাবের তাগিদঅনুভব করেন।

2021 ~ ago [27-02-21 (17:24)]

About Author

imran

Author

Tag :

Related Posts

No responses to «দেখেনিন অধিক মূত্র হাওয়ার কারন এবং ভয়ংকর দিকগুলি যা সবাইরে যানা একান্ত জরুরি»

    Be first Make a comment.

Leave a Reply

You must be logged in to post a comment.

KizBD Back to top
Switch To Desktop Version